Click on the buttons inside the tabbed menu:
Maturity Benefit: On survival of the policy owner till the end of the term full Sum Assured (Face Value) with accrued bonuses shall be paid to the policy owner.
If the policy owner dies during the term (tenure) of the policy full Sum Assured (Face Value) with accrued bonuses till the date of death shall be paid to the nominee (s).
The policy shall earn paid up (reduced Sum Assured) value and surrender (encashment) value only after it is in-force (active) for at least two years. Supplementary (Rider) coverage namely "Accidental Death Benefit (ADB)" and Permanent Disability & Accidental Benefit (PDAB) can be taken along with this policy. Income Tax rebate is applicable against the paid premiums. Death Benefit is also Tax Free free
Policy can be taken for 10,15,20,25,30 and 35 year's term and minimum for 10 years term.
*Policy owner's minimum age at entry shall be 18 years and maximum 60 years.
In case of policy lapse:
Company's standardized underwriting rules shall be followed with 30 days grace period option.
Half year premium = Annual premium x 0.525
Quarterly premium = Annual premium x 0.275 Secured premium payment process:
Bank EFT/CQ (Cash payment is not allowed)
জনপ্রিয় ও প্রচলিত এই সুরক্ষা বীমাটি গ্রহন করে বীমাগ্রাহক মেয়াদ পূর্তিতে বীমাঅংক সহ অর্জিত বোনাস পাবেন।
বীমার মেয়াদকাল শেষ হবার আগেই বীমাগ্রাহকের মৃত্যু হলে বীমাঅংক সহ অর্জিত বোনাস মনোনীতককে প্রদান করা হবে।
* অন্ততঃ দু’বছর প্রিমিয়াম পরিশোধ করার পর পলিসি হ্রাসকৃত বীমায় রুপান্তরিত করার সুবিধা (Paid Up) ও সমর্পণ মূল্য (Surrender Value) অর্জন করার সুবিধা রয়েছে।
* এই পরিকল্পের সাথে দূর্ঘটনাজনিত মৃত্যু Accidental Death Benefit (ADB) সহ বীমা (riders) এবং দূর্ঘটনাজনিত মৃত্যু ও অঙ্গহানি Permanent Disability and Accidental Benefit(PDAB) গ্রহনের সুবিধা আছে।
* এই বীমার অনুকূলে প্রদত্ত প্রিমিয়ামের উপর আয়কর (Tax) রেয়াত পাওয়া যায় এবং মৃত্যুদাবির টাকাও আয়কর মুক্ত।
* মেয়াদ: ১০,১৫,২০,২৫,৩০ এবং ৩৫ বছর। নূন্যতম ১০ বছর।
বীমা শুরুতে গ্রাহকের বয়স নূন্যতম ১৮ বছর এবং সর্বো”চ বয়স ৬০ বছর।
অবলিখন চাহিদাদি কোম্পানীর ঘোষিত অবলিখন নীতিমালার উপর নির্ভর করবে এবং ৩০ দিনের অনুগ্রহ কাল প্রযোজ্য হবে।
বীমা শুরুতে গ্রাহকের বয়স নূন্যতম ১৮ বছর এবং সর্বো”চ বয়স ৬০ বছর।
প্রিমিয়াম বার্ষিক ভিত্তিতে প্রদেয়, তবে ষান্মাসিক ও ত্রৈমাসিক ভিত্তিতেও প্রদান করা যায়, সেক্ষেত্রে প্রিমিয়াম হিসাব নিম্নরূপ:
ষান্মাসিক প্রিমিয়াম কিস্তি = বার্ষিক প্রিমিয়াম X ০.৫২৫
ত্রৈমাসিক প্রিমিয়াম কিস্তি = বার্ষিক প্রিমিয়াম X ০.২৭৫